আমাদের সম্পর্কে

আমরা বাংলাদেশের নাশিদ ইন্ডাস্ট্রি সমৃদ্ধির লক্ষ্যে দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছি

Welcome to Minhaz Verse
পছন্দের স্কিল শিখে নিজেকে সেরা করে গড়ে তুলুন

আজকের প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেকে আলাদা করে গড়ে তোলার সবচেয়ে কার্যকর উপায় হলো আপনার পছন্দের স্কিলটি শিখে দক্ষতা অর্জন করা। আপনি যেটাতে আগ্রহী, সেটাই হতে পারে আপনার ভবিষ্যতের পথ—হোক তা গানের সাউন্ড ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং কিংবা অন্য যেকোনো দক্ষতা। যখন আপনি পছন্দ থেকে শেখেন, তখন শেখাটা হয় আনন্দদায়ক, আর কাজটা হয়ে ওঠে আপনার শক্তি। আমরা আপনাকে সেই সুযোগটাই দিচ্ছি—যেখানে আপনি ইন্ডাস্ট্রি এক্সপার্টদের কাছ থেকে হাতে-কলমে শিখে নিজেকে প্রস্তুত করতে পারবেন বাস্তব জীবনের কাজের জন্য। নিজেকে সময় দিন, শেখার প্রতি প্রতিশ্রুতিশীল হোন, আর দেখুন কীভাবে আপনি নিজের মধ্যেই তৈরি করতে পারেন এক নতুন সেরা ভার্সন।

আসসালামু আলাইকুম!

আমি মিনহাজুল ইসলাম, একজন প্রফেশনাল সাউন্ড ডিজাইনার ও মিউজিক প্রডিউসার।

দীর্ঘ ৮ বছর ধরে সফলভাবে সাউন্ড ডিজাইনার ও মিউজিক প্রোডিউসার হিসেবে কাজ করছি। এই দীর্ঘ যাত্রায় আমি শুধু কাজ করিনি; শিখেছি, অভিজ্ঞতা অর্জন করেছি এবং শেখানোর জন্য নিজেকে তৈরি করেছি। সাউন্ড ডিজাইন এবং মিউজিক প্রোডাকশনের প্রতি ভালোবাসা থেকেই আমি প্রতিষ্ঠা করেছি Minhaz Verse. ভার্স হলো একটা গানের অন্তরাকে বোঝায়, একইসাথে Universe এর সর্ট ফরম বোঝাতেও Verse শব্দটা ব্যাবহার হয়। যা একদিকে নাশিদ ইন্ডাস্ট্রিকে রিপ্রেজেন্ট করে এবং অপরদিকে এটা মিনহাজের ইউনিভার্স বোঝায়।

আমার কাজের শুরু হয়েছিল একজন নাশিদ শিল্পী হওয়ার স্বপ্ন থেকে, কিন্তু দ্রুতই বুঝতে পারি এই অঙ্গনে টিকে থাকতে হলে ও নিজেই ওয়ান ম্যান আর্মি হতে হবে। তারপর আমি সাউন্ড ডিজাইন ও মিউজিক প্রোডাকশন শেখা শুরু করি। আজ আমি অনেক দেশের ক্লায়েন্টদের সঙ্গে সরাসরি কাজ করছি। বিভিন্ন দেশের টিভি সিরিয়ালের জন্য মিউজিক তৈরি করছি, ওয়েব সিরিজের ব্যাকগ্রান্ড স্কোর, ভিডিও গেইমস এর বিজিএম, রেডিও জিংগেল সহ বাচ্চাদের ছড়া গান তৈরিতে নিয়মিত কাজ করে যাচ্ছি।

আমার এই জ্ঞান এবং অভিজ্ঞতা আপনাদের জন্য সহজ ও প্র্যাক্টিক্যাল উপায়ে পৌঁছে দিচ্ছি আমার কোর্সের মাধ্যমে। আমার কোর্সের ৯০%+ কনটেন্ট নতুন এবং বাস্তব কাজের অভিজ্ঞতায় ভরপুর। যা আপনার ক্যারিয়ার শুরু করার জন্য শক্তিশালী ভিত্তি গড়ে তুলবে, ইনশাআল্লাহ।

আমাদের লক্ষ্য ও আদর্শ

কম্পিউটার মোবাইল ফোন ও ইন্টারনেটের বদৌলতে বিশ্ব আজ হাতের মুঠোয়, দেশের গণ্ডি ছাড়িয়ে আমরা যেরকম বাইরের দেশের নাশিদ শুনি, একিভাবে সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া বা ইন্দোনেশিয়া বসেও কোনো না কোনো দ্বীনি ভাই আমাদের নাশিদ শুনছে। তাই এই বিশ্ব বাজারে নিজের দেশের নাশিদ ইন্ডাস্ট্রিকে আরো শক্তিশালী, সমৃদ্ধ ও কোয়ালিটিফুল করাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য।

সাউন্ড ডিজাইন ও মিউজিক প্রোডাকশন জগতে সফল হওয়ার মূলমন্ত্র হলো পরিশ্রম, অধ্যবসায় এবং সঠিক দিকনির্দেশনা। আমার অভিজ্ঞতা থেকে বলছি, শেখার কোনো শেষ নেই, তবে সঠিক পথে শুরু করলে সাফল্য অনেক সহজ হয়।

“সাউন্ড ডিজাইন হলো সৃজনশীলতার ভাষা, এবং সফল সাউন্ড ডিজাইনার হতে হলে আপনাকে অবশ্যই এই ভাষায় দক্ষ হতে হবে।”
আমার বিশ্বাস, আপনি যদি সঠিকভাবে কাজ শেখেন, তাহলে সৃষ্টিশীলতার মাধ্যমেই আপনি নিজের ক্যারিয়ার গড়ে তুলতে পারবেন।

আপনার এই চলার পথে আমাদের কমিউনিটি আপনাকে সবসময় সমর্থন করবে। আপনি যদি সাউন্ড ডিজাইনে ক্যারিয়ার শুরু করতে চান, তাহলে আমাদের কোর্স আপনার জন্য একটি শক্তিশালী ভিত্তি গড়ে দেবে ইনশা-আল্লাহ্।

মিনহাজুল ইসলাম

Founder & CEO, Minhaz Verse
+880 1617-503561
fb/minhazbdks