- Home
- Term Conditions
শর্তাবলী
আমরা অনলাইন কোর্স ও পণ্য সরবরাহের মাধ্যমে বাংলাদেশের নাশিদ ইন্ডাস্ট্রি সমৃদ্ধ করতে কাজ করছি
Minhaz Verse একটি অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম, যেখানে আমরা দক্ষতা ভিত্তিক কোর্স এবং শেখার উপকরণ সরবরাহ করি। আপনি আমাদের সাইটে রেজিস্ট্রেশন করে, আমাদের প্রদত্ত কোর্সগুলো ক্রয় করে এবং অন্যান্য সেবা গ্রহণ করে আমাদের শর্তাবলী মেনে চলতে সম্মত হন। আপনি আরও সম্মতি প্রদান করছেন যে, Minhaz Verse বা তার অংশীদার প্রতিষ্ঠান আপনার তথ্য (ইমেইল, টেলিফোন, এসএমএস অথবা অন্যান্য মাধ্যমের মাধ্যমে) যোগাযোগ করার জন্য ব্যবহার করতে পারে।
আমাদের শর্তসমূহ:
- কোর্স এবং টিউটোরিয়াল অ্যাক্সেস:
Minhaz Verse এর ছাত্র/ছাত্রীরা শুধুমাত্র ভিডিও টিউটোরিয়াল দেখার অধিকার রাখে। - রিফান্ড পলিসি:
কোর্স কেনার পর কোর্স ফি কোনভাবেই ফেরতযোগ্য নয়। - আইডি শেয়ারিং নিষেধ:
একজন ব্যবহারকারী কোর্স ক্রয়ের পর একাধিক আইডি অন্য কাউকে শেয়ার করতে পারবেন না। অন্যথায় কর্তৃপক্ষ এ বিষয়ে জ্ঞাত হলে, কোনো পূর্ব নোটিশ ব্যতীত আইডির অ্যাক্সেস বাতিল করা হবে। - কোর্সের নিয়মাবলী:
Minhaz Verse এর অফিসিয়াল সিদ্ধান্ত চূড়ান্ত এবং সকল বিষয়ে এটি বহাল থাকবে। - কপিরাইটের অধিকার:
আমাদের সকল ভিডিও টিউটোরিয়াল কপিরাইটের আওতায়। এই টিউটোরিয়ালগুলো অন্য কোথাও শেয়ার বা প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। শুধুমাত্র যারা কোর্সে ভর্তি হবেন, তারা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি টিউটোরিয়াল দেখতে পারবেন। - ডাউনলোড নিষেধ:
কোর্সের ভিডিও কোনভাবেই ডাউনলোড করা যাবে না। - কপিরাইট পলিসি লঙ্ঘন:
Minhaz Verse এর কোর্সের ভিডিও বা কনটেন্ট ডাউনলোড এবং ডিস্ট্রিবিউশন করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং আইনগত দণ্ডনীয় অপরাধ।
উপরোক্ত যেকোন একটি শর্তের ব্যত্যয় হলে আপনার কোর্সের অ্যাক্সেস বাতিল করা হতে পারে এবং পুনরাবৃত্তির ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট পার্মানেন্টভাবে ব্লক করা হবে।
কনটেন্ট ডিসক্লেইমার:
কোনো কোর্সে ভর্তির আগে কোর্সের বিষয়বস্তু সম্পর্কে ভালোভাবে জেনে নিন। ভর্তি হওয়ার পর কোর্সের বিষয়বস্তু নিয়ে কোনো অভিযোগ গ্রহণ করা হবে না। তবে, যদি কোর্সের কোন কনটেন্ট সম্পর্কে আপনার কোনো অনুরোধ বা অভিযোগ থাকে, আপনি আমাদের ইমেইল বা ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আপনার কোর্স বিষয়ে যদি কোন প্রশ্ন থাকে, তবে আপনি প্রশিক্ষকদের কাছে সেটি জিজ্ঞাসা করতে পারবেন, তবে কোন অপমানজনক বা অনৈতিক আবদার গ্রহণযোগ্য নয়।
পেমেন্ট পলিসি:
পেমেন্ট করার আগে কোর্সের মূল্য সম্পর্কে নিশ্চিত হয়ে নিন। পেমেন্ট সম্পন্ন করার পর কোর্সের মূল্য বা অন্যান্য অভিযোগ বিবেচনা করা হবে না।
কপিরাইট পলিসি:
Minhaz Verse এর ওয়েবসাইটের লোগো, ডিজাইন, কনটেন্ট, সার্ভিসসহ সমস্ত কনটেন্ট Minhaz Verse এর মালিকানাধীন। শিক্ষার্থী বা ইউজাররা শুধুমাত্র ব্যক্তিগত এবং অ-বাণিজ্যিক কাজে এই ওয়েবসাইট থেকে তথ্য প্রিন্ট করতে পারবেন। Minhaz Verse এর পূর্ব লিখিত সম্মতি ছাড়া এই কনটেন্ট কোনোভাবেই ফ্রেমিং, রিপাবলিকেশন বা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। এর ব্যত্যয় ঘটলে তা অপরাধ হিসেবে গণ্য হবে এবং বাংলাদেশ কপিরাইট আইন, ২০০০ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।